
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : রাজ্য সরকারকে অন্ধকারে রেখে কেন্দ্র সরকারের বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল বন্টন চুক্তি এবং মুর্শিদাবাদ ও মালদা জেলাতে গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র সরকার এখনও কোনও সদর্থক পদক্ষেপ না করায় মঙ্গলবার ফরাক্কা ব্যারেজ প্রকল্প অফিসে প্রকল্পের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।
ডেপুটেশন কর্মসূচিতে হাজির ছিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ মালদা জেলার একাধিক তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত, গত কয়েক বছরে মালদা জেলার কালিয়াচকের ভূতনি চর থেকে শুরু করে বৈষ্ণবনগর হয়ে মুর্শিদাবাদের ফরাক্কা-সামশেরগঞ্জ পর্যন্ত গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গঙ্গা নদীর ভাঙনে ভিটে মাটি, চাষের জমি সর্বস্ব হারিয়ে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছেন দুই জেলার কয়েক হাজার পরিবার।
ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন," কেন্দ্র সরকার, বাংলাদেশ সরকারের সঙ্গে গঙ্গার জল বন্টন সংক্রান্ত চুক্তিটি করার আগে রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছে। গঙ্গা নদীর ভাঙনে দুই জেলার বহু মানুষ ভিটেমাটি হারিয়ে গৃহহীন অবস্থায় রয়েছে। অথচ ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ তাঁদের পুনর্বাসনের জন্য কোনও ব্যবস্থা করছে না।"
তৃণমূল বিধায়ক আরও অভিযোগ করেন," ফরাক্কাতে ফিডার ক্যানেলের দু'ধারে ব্যারেজ প্রকল্প এলাকার অন্তর্গত যে রাস্তা রয়েছে তার সংস্কারও হচ্ছে না। বহুবার অনুরোধ করার পরও সেই রাস্তা এখনও পর্যন্ত ব্যারেজ কর্তৃপক্ষ রাজ্য সরকারের হাতেও তুলে দেয়নি।"
সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,"গঙ্গার নদীর আপ এবং ডাউন স্ট্রিম মিলিয়ে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ মোট ১২০ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ করত। কিন্তু রাজ্য সরকারকে কিছু না জানিয়ে ২০১৭ সাল থেকে মাত্র ১৯ কিলোমিটার এলাকাতে ভাঙন প্রতিরোধের কাজ করছে।"
তিনি আরও বলেন ,"ব্যারেজ কর্তৃপক্ষের এই আচরণে মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে একরের পর একর জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ভাঙনের কারণে মালদা জেলাতে প্রায় ৬৪ স্কুল বন্ধ হয়ে রয়েছে। ব্যারেজ কর্তৃপক্ষকে আবার আগের মত ১২০ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন প্রতিরোধের কাজ করতে হবে। সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে উত্তর না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"
শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'
শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ
মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন
টিউমার ফেটে গলে গিয়েছিল শরীরের ভিতর, আধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন চন্দননগর হাসপাতালে
আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর